রাজনীতি ভূত
“রাজনীতি ভূত’’ নাম নিয়ে ভাই শুরু করলাম ছড়া
এই দেশে সব কীর্তি গুলো “রাজনীতি ভূত’’ গড়া।
সইতে এত না পেরে ভূত হাত পা ছুড়ে শেষে,
কঙ্কাল রাম সভাপতি বলল জোড়ে কেশে।
শোনো শোনো ভূত জগতের আছো ভূতং যতো,
ঢের সয়েছি, আর পারি না, আর সইব কতো?
যে সব কাজ করব মোরা করছে টেটন মানুষ,
যে করে হোক আনতে হবে টেটন গুলির হুঁশ।
ভূতের দেশের আন্দোলনও হবে ভূতের মতো,
চারদিকে সব ছড়িয়ে পরো লক্ষ-হাজার-শত।
“রাজনীতি ভূত” দেখবে যত ধরবে তাদের চেপে,
তার আগে ওর ঘাড়ের বহর দেখবে ফিতেয় মেপে।
কত আছে জোড় ঘাড়ে তার কত আছে শক্তি,
ধরবে ঠেসে এমন জোড়ে সহজে নেই মুক্তি।
বাপ-মা বলে যখন দেবে বহুত জোড়ে চিল্লানি,
রক্ত উঠে লাল হলো কি দুমসো মোটা মুখখানি?
লাল,নীল আর কালোর সাথে আছে শ্যাওড়া রাম,
পাপ করে কেউ পার পায় না দিতে হবে দাম।
হয় জীবনটা নয়ত সাজা সবই ভূতের কাজ,
ছেড়ে তোমায় দিতেই হবে রাজনীতি ভূত আজ।
bah valo laglo...
উত্তরমুছুন