শুক্রবার, ৫ অক্টোবর, ২০১২

বন্ধুত্ব- কবিতা( ০৫.১০.২০১২)




         বন্ধুত্ব

যদি বন্ধু হও, হাতটা বাড়িয়ে দাও
এই হাতই হবে আমাদের মাঝে বন্ধন।
হাতে হাত রেখে চলব সারাটা জীবন।
লাল হয়ে সূর্য যখন ডুববে পশ্চিমে
তখন যেন আমাদের বন্ধুত্বের
সূর্যের শেষ আলোটুকু বিলিয়ে দিগন্তে হতে পারি নিরুদ্দেশ।
বন্ধুত্বের শেষ হাসিটুকু হেসে নেব বিদায়;
স্মৃতি হয়ে ধুলো হয়ে জেগে রবো এই মহাবিশ্বে।
হয়ত শত বর্ষী অশ্বথের ছায়া বিছানো কোনো নিরব শক্ত মাটিতে।
সুখে-দুখে, ভাঙা-গড়ায় চলব একই সাথে।
যদি বন্ধু হও হাতটা বাড়িয়ে দাও
বন্ধু তোমারই সাথে নেব শেষ বিদায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন