ভালোবাসার জয়
বাল্য বয়সেই মা শিখিয়েছিলেন "সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলা মহা পাপ।" আমিও সত্য বলেছিলাম। বসন্তের প্রথম দিনে (বযস, ঋতু, মন
সবদিক দিয়েই) পড়ন্ত বিকালে প্রথম চোখে পরে মেয়েটি। মেয়েটির বাঁকা ঠোঁটের কথা, এলোচুলে
বাঙালির শাড়ি পোষাক, সদ্যজাত বিটপির মত কোমলতা, মনকাড়া সরল অথচ গভীর চাহুনি,
উচ্ছ্বল হাসি সবই যেন প্রথম দিন থেকে আমার মনকে ওর দিকে দুর্বার করে তোলে। ঠিক
যেমন জলপ্রাপাতের পানি গড়িয়ে নিচে পড়ার জন্য ব্যাকুল। জলপ্রপাতের উচ্ছ্বাস ঠিকই
গড়াল। কিন্তু আমার দুর্বার এগিয়ে চলা সত্ত্বেও ধরিত্রী তার সম্পদ নিয়ে দূরে পালিয়ে
গেল। পানি তো মাটির স্পর্শ পায় না। জলপ্রপাতের নদী হওয়াও হয় না। ভালোবাসার নদীর
স্বপ্নভঙ্গ।
"তখন আমার একুশ বছর বোধহয়। ও তখন অষ্টাদশীর ছোঁয়ায়।" মেয়েটি তখন সবে কলেজ ডিঙিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিল।
ইতমধ্যে আমি বিশ্ববিদ্যালয়ের পাঠ দু বছর চুকিয়ে তৃতীয় বছরে। হাবভাব,
পোষাক-পরিচ্ছদ,চাল-চলন, কথা-বার্তায় আমি একে বারেই গোবেচারা ধরনের। বাকপটুও নই,
কর্মপটুও নই, ভাল ছাত্রও নই। তাই প্রথম দর্শনে আমার মধ্যে ভাল লাগার যে কোন কিছুই
পাওয়া মুশকিল। তবে এটা সত্যি ওকে আমি ভালোবেসেছিলাম। মনে কত
কল্পনার প্রজাপতি ডানামেলেছিল! কত স্বপ্ন ঘুমের
জগতে ছড়িয়ে দিত রোমাঞ্চ! জাগরণে ভালোবাসার
বর্ণালী হয়ে ধরা পড়ত মনে। প্রথম দর্শনের ভালোবাসার ছোট্ট বীজ কখন মহীরূহ হয়ে
ডালপালা মেলে ফুলে-ফলে, পাখ-পাখালিতে ভরে উঠেছে হেলায় চেয়ে দেখি নি। দু বছর আমার
ভালোবাসার কথা প্রকাশ করতে পারি নি। প্রেম আমার গুহ্য হয়ে রইল। হৃদয়ে ভালোবাসার
উত্তাপ, চোখে স্বপ্ন আর মনে আশা। কিন্তু আশা নিরাশায় পরিণত হল। এই অধম যখন শুনল
এরই মধ্যে বিগ্রহ আমার অন্য উত্তমের ফুল-মালায় পূজা পাচ্ছে তখন কাল বৈশাখী ঝড় এসে
সব যেন এক নিমেষে খড়-কুটার মত উড়িয়ে নিয়ে গেল। ভালোবাসার তরঙ্গিনীর তরঙ্গ ভঙ্গ।
এই না পাওয়াই আমার প্রেমকে পূর্ণ করল। এখানেই আমার
প্রেমের জয়। পাঠক দয়াকরে বিরক্ত হবেন না। মনেমনে বলতে পারেন প্রেমের কথা জানল না,
জানাল না, প্রিয় মানুষকে পেল না সেই প্রেম কি করে স্বার্থক হয়? এবার বলি প্রেম
আমার ''কাম থেকে নিষ্কাম হল।'' সে প্রেমে কোন কামনা নেই, বাসনা নেই, শুধুই প্রিয়
মানুষটিকে ভালোবেসে যাবে। প্রতিদানে কিছুই চাই না। আমি এখন কর্মজীবনে। অনেক সুখীও।
তবুও আমার মনের আকুতি করুণ চাহুনী হয়ে খুঁজে ফেরে এদিক ওদিক। যদি একবার ওকে দেখতে
পেতাম, একটি বার বলতে পারতাম "শোনো, ভাল করে শোনো,
এখনও তোমায় আমি ভালবাসি, ভালোবেসে যাব যতদিন বেঁচে থাকব। বিনিময়ে আমি কিছুই চাই না।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন