শুক্রবার, ১২ জুলাই, ২০১৩

ছেঁড়া চিঠি (কবিতা-১২.০৭.১৩)



ছেঁড়া চিঠি


ছেঁড়া চিঠি উড়িয়ে দিলেম বনে,
তোমার কথা আবোল তাবোল ভাবছি মনে মনে।
হাওয়ায় হাওয়ায় উড়ছে ছেঁড়া চিঠি;
তোমার পানে চলছে উড়ে আমার মনের ছুটি।
দুঃখ বিলাস সয় না আমার মনে,
ছেঁড়া চিঠি উড়িয়ে দিলেম বনে।

ছেঁড়া মেঘের টুকরো গুলো ওড়ে,
আমার মনে তোমার কথাই ঘোরে;
শিশির ভেজা ঘাসের রৌদ্র ভোরে,
গোলাপ হাতে দাঁড়িয়ে তোমার দোরে।
তোমার কথাই মরছে ঘুরে মাতাল সমীরণে,
ছেঁড়া চিঠি উড়িয়ে দিলেম বনে।

প্রেমের সুরে আবেশ ধরা গানে,
ভালোবাসা চলছে উড়ে শুধুই তোমার পানে।
আমর সুর তোমায় খুঁজে নেবে,
সময় কাটে তোমায় তোমায় ভেবে ভেবে।
দিনের শেষে রাত্রি জাগরণে,
ছেঁড়া চিঠি উড়িয়ে দিলেম বনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন