দেহে আমার আদিম গন্ধ
দেহে আমার আদিম গন্ধ;
রক্তে আমার পূর্ব পুরুষের পৈশাচিকতা
লুকিয়ে রেখেছি।
অনেক কষ্টে হাজার বছরের চেষ্টায়
আমি ও আমার সমসাময়িকেরা এই পৈশাচিকতাকে,
এই আদিম গন্ধকে
জামার তলে বেমালুম গায়েব করে
দিয়েছে।
কিন্তু আমি জানি ওগুলো একবারে
নিশ্চিহ্ন হয়ে যায় নি।
জামা খুললেই ওগুলো দপ করে জ্বলে
উঠে বেরিয়ে আসবে।
আমি জানি ওগুলো বেরিয়ে আসতে
বাধ্য।
আর তখনই বাধবে গোল;
ঘটবে দুর্ধর্ষ, অসহ্য অমানবিক
ঘটনা।
তাই আমি ধিক্কার দেই সেই সব মানুষকে
যারা পৈশাচিকতাকে নিশ্চিহ্ন না
করে
মানবতার ধ্বজা ওড়ানোর চেষ্টা
করে
মানবতার গালভরা জয়গান করে মুখের
নিচের অংশ লালায় ভর্তি করে ফেলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন