শুক্রবার, ২০ জুলাই, ২০১২

নিশিথের যাত্রী- কবিতা ( ২১.৭.২০১২)


নিশিথের যাত্রী 

বকুল ঝরা রাত্রি বেলা, শিউলি ঝরা প্রাতে,
হাঁটছি একা সবুজ পথে যাবে আমার সাথে?
আগুন ঝরা ফাগুন সাঁঝে হাসনা হেনার ঘ্রানে,
হৃদয় দোলায়, আকাশ ভরে তারার গানে গানে।
সন্ধ্যা তারা রাত্রি শেষে শুক তারারই বেশে,
গান শুনিয়ে ঘুম ভাঙিয়ে ফিরল আপন দেশ।
চললে কোথা? সুধাই যখন বললে খানিক হেসে,
যেথায় আমার আপন নিলয় রূপকথারই  দেশে।
সঙ্গী ছিল রাতের আঁধার, আকাশ ভরা  তারা,
মাতম তোলা ফুলের সুবাস,রাতের প্রাণের সাড়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন