রবিবার, ৬ জুলাই, ২০১৪

দশ হাজার ক্লিক


দশ হাজার ক্লিক



সবাইকে শুভেচ্ছা,
আশা করি সবাই ভালো আছেন। শ্রী বঙ্কু বিহারী সাহিত্য ও ভাবনার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের আন্তরিক সহৃদয়তাই আমার চলার অনুপ্রেরণা। আপনাদের পঠন-পাঠনই আজ এই ব্লগকে  ১০০০০ ( দশ হাজার) ক্লিকের সংখ্যাটি স্পর্শ করতে সক্ষম করেছে। এই জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। আশা করব সব সময় সাথে থাকবেন, অনুপ্রানিত করবেন। পরবর্তিতে আরো ভালো লেখা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে নিজেকে দায়বদ্ধ মনে করি। সবার জন্য শুভ কামনা রইলো। ভালো থাকবেন।
                                                                                               ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন