রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

অদ্বৈত ভালোবাসা ( কবিতা ২৬.১১.২০১২)


অদ্বৈত ভালোবাসা



ধরাতে রাত্রি আসে ভেসে,
ভালোবাসায় শুরু হয়ে ভালোবাসায় মেশে;
ধরাতে রাত্রি আসে ভেসে।

ধরাতে ভালোবাসা এসে,
বুকেতে নেয় জড়িয়ে কলকলিয়ে হেসে;
ধরাতে ভালোবাসা এসে।

তারাগুলি মিটমিটিয়ে জ্বলে,
ওরা সব বিনি ভাষায় ভালোবাসা বলে;
তারা গুলি মিটমিটিয়ে জ্বলে।

মেঘলাকাশের রাজপুত্র আসে
যে শুধু তোমায় ভালোবাসে, যে শুধু তোমায় ভালোবাসে;
মেঘলাকাশের রাজপুত্র আসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন